আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বেড়েছে

কারেন্ট জালের ব্যবহার

কারেন্ট জালের ব্যবহার

 

বন্দর প্রতিনিধি:
বন্দরের বিভিন্ন জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে ব্যাপক হারে ছোট মাছ নিধন করে চলছে এক শ্রেণীর অসাধু মৎস শিকারীরা। এমন অভিযোগ তুলেছে সচেতন মহল। তারা জানিয়েছে, বৃষ্টি ও বর্ষার পানি বেড়ে যাওয়ার কারনে বন্দরের সাধারন মানুষ কর্মহীন হয়ে পরেছে।
এর মধ্যে দরিদ্র শ্রেণীর লোকেরা জীবিকা নির্বাহ করার জন্য বন্দরের বিভিন্ন হাটবাজার থেকে কারেন্ট জাল র্নিবিগ্নে ক্রয় করছে।
পরে তারা এগুলো কলাগাছিয়া ইউনিয়নস্থ ১নং মাধবপাশা বিল, বুরুন্দী বিল, মহনপুর বিল, চরধলেরশ্বরী বিল ও শন্তিনগর বিল, দুপা খালে বিলসহ বন্দর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতি ছোট মাছ নিধন করছে।
পরে এ ছোট মাছ বন্দরে বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি করে আসচ্ছে। এসব কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হলেও অসাধু মৎস শিকারীরা এ আইনকে তোয়াক্কা করছে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকায় থাকার কারনে বিভিন্ন স্থানে আবারও অবৈধ কারেন্ট জালের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
পোনা মাছ নিধন ও কারেন্ট জাল বিক্রি আইনগত দন্ডনীয় অপরাধ হলেও থানার বিভিন্ন হাট বাজারে এ আইনের কোন প্রয়োগ হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা।
বিষয়টির প্রতি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন।