নবকুমার:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, যতই বুলি দেন না কেনো লাভ ছাড়া পাটচাষীরা আগ্রহী হবে না। যখনই পাটচাষীরা লাভ দেখবে তখনই পাটচাষে আগ্রহী হবে। আমাদের গ্রামে-গঞ্জে পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পাটের দাম এখন বাড়ছে। নারায়ণগঞ্জ নরসিংদী এলাকায় যেখানে কাপড়ের মিল ছিলো উদ্যোক্তারা এখন সেখানে কাপড়ের পরিবর্তে জুটমিল করছে ।পাটজাত পণ্যে তারা এখন লাভবান হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কোন বাজারে কোন জায়গায় চালের বস্তায় প্লাস্টিক আছে আমাকে জানান ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জাতীয় পাট দিবসের কর্মসূচি ঘোষণা করে বলেন, সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। ৬ মার্চ বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক চতুর্থবারের মতো ‘জাতীয় পাট দিবস-২০২০’ উদযাপিত হতে যাচ্ছে।
তিনি বলেন, পাট দিবস উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) অফিসার্স ক্লাবে পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬ থেকে ১০ মার্চ পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মন্ত্রী বলেন, ‘গত পাট উৎপাদন মৌসুমে দেশে ৭৪ দশমিক ৪৬ লাখ বেল কাঁচাপাট উৎপাদন হয়। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে পাট ও পাটজাত পণ্যে ৬১৬ দশমিক ২০ মিলিয়ন ডলারের রফতানি আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮২ শতাংশ বেশি।’
এদিকে জাতীয় পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আজ পুরস্কার দেবে সরকার। রাজধানীর অফিসার্স ক্লাবে পাট দিবসের মূল অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম, সেরা পাট বীজ উৎপাদনকারী চাষী ক্যাটাগরিতে কুষ্টিয়ার মো. শাহানুর আলম সান্টু ও সেরা পাট উৎপাদনকারী চাষী ক্যাটাগরিতে ফরিদপুরের আটরশির মো. আরিফ শেখ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল (হোসিয়ান, সেকিং ও সিবিসি) আলীজান জুট মিলস লিমিটেড, পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (হোসিয়ান, সেকিং ও সিবিসি) নওয়াপাড়া জুট মিলস লিমিটেড, পাটের সুতা রফতানিকারক সেরা পাটকল আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান করিম জুট স্পিনার্স লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল জনতা জুট মিলস লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান মনোনীত হয়েছে উত্তরার ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড।
এ ছাড়া বহুমুখী পাটজাত পণ্যের সেরা নারী উদ্যোক্তা তরঙ্গের প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনুর ইয়াসমিন ও বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন ঢাকার ক্ল্যাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডির মোহাম্মদ বিন আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব ( প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত সচিব (পাট) আবু বকর সিদ্দিক, সিমা সাহা, সোহেলী শিরিন আহমেদ, মন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক।
এবার জাতীয় পাট দিবসের শ্লোগান ‘সোনালি আশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’।