আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্বাসরুদ্ধকর অভিযানে কাকের প্রাণ বাঁচালো দমকল বাহিনী

কাকের প্রাণ বাঁচালো দমকল

কাকের প্রাণ বাঁচালো দমকল

 

নিজস্ব প্রতিবেদক:
একটি কাকের প্রাণ বাঁচাতে দমকল কর্মীদের শ্বাসরুদ্ধকর অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে একটি কড়ই গাছের সাথে ঘুড়ির সুতায় আটকে যাওয়া কাকটিকে বাঁচাতে এ অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২ টার সময় হঠাৎ করেই অনেক কাকের ডাক শুনতে পাই। তখন উপরের দিকে তাকিয়ে দেখি একটি কাক ঘুড়ির সুতার মধ্যে আটকে ঝুলে আছে এবং তাকে এই বিপদ থেকে রক্ষা করতে অন্যান্য স্থান থেকে অনেক কাক ছুটে আসে। যা আমাদের এই সমাজে চোঁখে পড়েনা। বরং একজন মানুষ বিপদে পড়লে তাকে আরো বেশী কিভাবে বিপদে ফেলে দেওয়া যায় সে ব্যবস্থা করা। সে মুহুর্তে আমাদের মনে হয়ে ছিলো কাকটি হয়তো মরে গেছে কিন্তু দেখলাম কাকটি তার জীবন রক্ষার্থে ছটফট করছে। ঠিক ঐসময় দেখলাম কয়েকজন সাংবাদিক ভাই কাকটিকে বাঁচাতে অনেক চেষ্টা করলেন কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। তখন সাংবাদিকরা দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী দ্রুত কোর্ট প্রাঙ্গনে এসে কাকটিকে উদ্ধার করে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দমকল বাহিনীর লিডার সাইফুল ইসলাম বলেন, কাক সহ সকল পশুপাখি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এদের রক্ষা করা আমাদের সকলেরই কর্তব্য। লোকজন আমাদেরকে যথেষ্ট সহযোগীতা করেছে। আমরা খুবই আনন্দিত যে অন্তত কাকটিকে আমরা বাঁচাতে পেরেছি। কারন দমকল বাহিনীর কাজই হচ্ছে মানুষ সহ সকল প্রাণীর জানমাল রক্ষা করা।