নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিলকে জামিন পেয়েছেন। সোমবার (২২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়া ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার কাউন্সিলরসহ ১০ জনের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
গত ১৭ জুলাই রাতে পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকা থেকে আটক করে। পরে স্বতন্ত্র কোটায় নির্বাচিত কুমিল্লার সংরক্ষিত মহিলা এমপি সেলিনা ইসলামের পিএস হাফেজ আহমেদ সোহেলের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় সাদরিলকে আদালতে প্রেরণ করা হয়। রোববার তার রিমান্ড শুনানি হলে আদালত তা নামঞ্জুর করেন।
এদিকে সাদরিলের রিমান্ড আবদনের বিরোধীতা করে প্রায় শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। তাদের মধ্যে, অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. বারী ভূইয়া, অ্যাড. জাকির হোসেন, হাবিবুর রহমান মাসুম, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, অ্যাড. রোকন প্রমূখ।
প্রসঙ্গত, সিদ্ধিরগঞ্জের ওমরপুরের কালুর বাড়ির চারতলার ভাড়াটিয়া সালমা বেগম ও হাফেজ আহমেদ দম্পতির কলহ মেটাতে ১৭ জুলাই রাতে কুমিল্লার মেঘনা উপজেলা থেকে আসেন কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম এবং তার ব্যক্তিগত সহকারি (পিএস) হাফেজ আহমেদ সোহেল। কিন্তু তারা বিরোধ মেটাতে এসে এখানে লঙ্কাকা- ঘটিয়ে ফেলেন। বাড়িতে যাওয়ার পূর্বে বিকট শব্দে সাইরেন বাজানো এবং নিচ থেকে চারতলা পর্যন্ত উঠতে গিয়ে বিকট চিৎকার চেচামি এবং গেটে দারোয়ানকে মারধর করে এলাকাবাসীকে বিক্ষুব্ধ করে তুলেন। এলাকাবাসী ডাকাত ভেবে এই বাড়ির নিচে এসে জড়ো হন।
পরবর্তীতে চারতলা থেকে চিৎকার চেচামেচি, কান্নার শব্দ এবং বাঁচানোর আকুতি জানিয়ে সাহায্যের আহ্বানে উৎসুক জনতা ডাকাত পড়েছে ধরে নিয়েই নিচে অবস্থান করে। এসময় তারা এমপিকে বহনকারী গাড়ির সামনের একটি কাঁচ ভাঙচুর করে। এ ঘটনায় পিএস সোহেল বাদী হয়ে পরদিন ১৮ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় এমপির শ্লীলতাহানি ও লাঞ্ছিত করার অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ কাউন্সিলর সাদরিলসহ আটক দশজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
তবে, পুরো ঘটনার মূল নায়ক ছিলেন পিএস হাফেজ আহমেদ সোহেল এমনটাই স্বীকার করেন তার চাচা ও সালমা বেগমের পিতা মাদরাসা শিক্ষক আব্দুল হাই। তিনি দাবি করেন, কাউন্সিলর সাদরিলের কোনো দোষ ছিলো না। সে ঘটনার অনেক পরে আসছে। তিনি না আসলে উত্তেজিত এলাকাবাসীকে থামানো যেত না।