নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, কাঁচা পাট রপ্তানিতে কোন বাধা নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পাট শিল্পের হারানো গৌরব ফিরে এসেছে। পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করেছে । দেশের অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে বৈঠক কালে তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, ‘পাটখাতের সমস্যা সমাধানে সরকার সচেষ্ট রয়েছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ শতভাগ ও সুষ্ঠু বাস্তবায়ন করা হচ্ছে। দেশের অভ্যন্তরে ১৯টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাটকে বিশ্ব বাজারে তুলে ধরতে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ২৮০ প্রকার পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালু হয়েছে । পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ ও উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাট কাঠি থেকে চারকোল,পাটপাতার পানীয়সহ নতুন নতুন বহুমুখী পাটপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে জোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ খুরশীদ ইকবার রেজভী, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের (বিজেএ) সভাপতি শেখ সৈয়দ আলী, সিনিয়র সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, বিজেএ’র সাবেক সভাপতি মোঃ রেজাউল করিমসহ বাংলাদেশ জুট এসোসিয়েশন এর প্রতিনিধিগণ।