আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেনেড হামলার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে-এ্যাড দিপু

এ্যাড দিপু

এ্যাড দিপু

নিজস্ব প্রতিবেদক:

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে । এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪৯ আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ফাঁসির আসামির মধ্যে আরো রয়েছেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, ডিজিএফআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তখনকার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, মাইন উদ্দিন শেখ ওরফে মুফতি মাইন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ প্রমুখ।

যাবজ্জীবনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী প্রমুখ। খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউকসহ বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

তাই এই মামলার রায়ের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু সংবাদচর্চাকে জানান একজন আইনজীবি হিসেবে এই রায়ে আমি সন্তুষ্ট। তবে এই হামলার যে প্রধান কুশিলব তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তি ফাসিঁর আদেশ হলে আরও বেশী তৃপ্তি পেতাম। তাছাড়া গ্রেনেড হামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই রায়ের সাজা দ্রুত কাযকর করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানাবো।