আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এরশাদের মৃত্যুতে মন্ত্রী গাজীর শোক

নবকুমার:

বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি  জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  বস্ত্র ও পাট  গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

মন্ত্রী জানান, বাংলাদেশের উন্নয়নে এরশাদের অবদান ভুলবার নয়। তিনি যুগ যুগ বাঙালির হৃদয়ে বেচে থাকবেন। রাজনীতিতে তার শূন্যতা কোন দিন পূর্ণ হবে না।

গোলাম দস্তগীর গাজী বলেন, মরহুমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। পরপারে আল্লাহ যেন তাকে শান্তিতে রাখে সেই কামনা করি। মরহুমের পরিবারের প্রতি  রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি ।

প্রসঙ্গত রোববার সকাল পৌনে ৮টায় ঢাকার সিএমএইচ হাসপাতালের চিকিৎসকরা এরশাদকে মৃত ঘোষণা করেন। গত ১০ দিন ধরে এই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্ম এরশাদের। পরে রংপুরে চলে আসে তার পরিবার।