জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে মোবাইলে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে জিডি (৫৫২ নম্বর) করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার।
তিনি বলেন, দুইদিন ধরে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছিলো। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলেছে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
ডায়েরিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান অসুস্থ থাকায় ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে ব্যক্তিগত মোবাইলে হুমকি ও ভয়-ভীতি দেখানো হয়েছে। মেজর (অব.) খালেদ আখতার হুসেইন মোহাম্মদ এরশাদের ট্রাস্ট পরিচালক হওয়ায় এরিকের ভালো মন্দ দেখার দায়িত্ব তার ওপর। তাই থানায় হাজির হয়ে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হলো।