আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

এমপি গাজীর সাথে জনতা হাই স্কুলের শিক্ষকদের শুভেচ্ছা বিনিময়

এমপি গাজীর সাথে জনতা

এমপি গাজীর সাথে জনতানবকুমার:

রূপগঞ্জ উপজেলার জনতা হাই স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার সকালে জনতা হাই স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা রূপসীর গাজী ভবনে আসেন। গোলাম দস্তগীর গাজী সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন  জনতা হাই স্কুলের প্রতিষ্ঠাতা কে এম রেজাউল করিম, প্রধান শিক্ষক মোকতার হোসেন , ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান আফজাল, জামিল মোল্লা, শাহিন আহম্মেদ, নিগার সুলতানা, শিক্ষক প্রতিনিধি রিয়াজুল ইসলাম, সুবিমল দাস প্রমুখ।