সংবাদচর্চা রিপোর্ট:
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। এবারের আসরে সেরা গোল রক্ষকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর্জেন্টাইন দলের গোলকীপার কে বাদ দিলে নবাগত আইসল্যান্ড কিংবা স্বাগতিক রাশিয়াসহ ৩১ টি দলেরই শক্তিমত্তার বড় জায়গা ছিল গোলকীপারের দক্ষতা।
বিশ্বকাপ মাতিয়েছেন রাশিয়ার আখিনফিব, ডেনমার্কের স্মাইকেল, মেক্সিকোর ওচোয়া, কোস্টারিকার নাভাস। দলকে নক আউটে তোলায় দক্ষতা দেখিয়েছে ব্রাজিলের এলিসন, বেলজিয়ামের কর্তোয়া।
কর্তোয়া, পিকফোর্ড, লরিস, সুবাসিচ এর দক্ষতা বলতে হবে আলাদা করেই। ব্রাজিলের বিপক্ষে অমানবিক সেভ করে ব্রাজিলকে রাশিয়া ছাড়িয়েছেন একাই। পিকফোর্ড দলকে সেমিতে তুলেছেন পেনাল্টি থেকে। লরিসের সামনে দাঁড়াতেইই পারেনি হ্যাজার্ড-লুকাকু রা।
আর, সুবাসিচ! সে এক ইতিহাস। টানা দুই পেনাল্টি তে দলকে বাঁচিয়েছেন। ইংল্যান্ড এর মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে উঠেছেন ফাইনালে।
সদ্য সমাপ্ত মৌসুম এ ইউরোপ এরএর সেরা ৫ লীগ মিলিয়ে পারফরমেন্স এ এগিয়ে আছেন সুবাসিচ ই।
১৯ পেনাল্টি থেকে ৭ সেভ করে শীর্ষে সুবাসিচ।
১৫ পেনাল্টি থেকে ২ সেভ কর্তোয়ার।
৯ পেনাল্টি থেকে একটি সেভ পিকফোর্ড এর।
২৬ পেনাল্টি থেকে ২ সেভ নিয়ে চতুর্থ লরিস।
বিশ্বকাপ এর আসরেও দুর্দান্ত সুবাসিচ। গোল্ডেন গ্লাভস জয়ের দ্বারপ্রান্তে সবার শীর্ষে আছেন তিনিই। দেখার অপেক্ষা কে জিতবে এবারের গোল্ডেন গ্লাভস।