নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ইতিহাসে খ্যাতনামা ঐতিহ্যবাহী পাট ব্যবসায়ী এ আর ভূঁইয়া পরিবারের উত্তরসূরী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া ও মদনপুর ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া’র ভাতিজা মোঃ আবির হাসান ভূঁইয়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ‘মোনাস ইউনিভার্সিটি’ থেকে উচ্চতর ডিগ্রী (এমএসসি ইন ইনফরম্যাশন টেকনোলজি) অর্জন করতে আগামীকাল সোমবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে গমন করবে বলে তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
আবির হাসান বন্দর উপজেলাধীন মদনপুর ইউপি’র ১নং ওয়ার্ডের মদনপুর বড় সাহেববাড়ী এলাকার বাসিন্দা আলহাজ্ব রেজাউল হক ভূঁইয়া ও আছমা আক্তারের ৩য় সন্তান। আবির আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বনানী শাখা থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি সম্পূর্ণ করে স্কলারশিপ পেয়ে বর্তমানে এমএসসি ইন ইনফরম্যাশন টেকনোলজি করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। এ বিষয়ে গতকাল আবিরের পিতা আলহাজ্ব রেজাউল হক ভূঁইয়া গণমাধ্যকে জানান, ‘আবির যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাচ্ছে সে উদ্দেশ্যে যাতে সফলকাম হতে পারে এবং সে এমএসসি সম্পূর্ণ করে দেশে ফিরে এসে যাতে ভাল পেশায় সংযুক্ত হয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আমাদের পরিবারের সুনাম অক্ষুন্ন রাখতে পারে সেজন্য আমরা সর্বস্তরের সকলের নিকট তার জন্য দোয়া কামনা করছি’।