সংবাদচর্চা রিপোর্ট:
গোলাকান্দাইল ইউনিয়ন আ.লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ শে মে বিকেলে রূপগঞ্জ উপজেলার মজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পাটি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
প্রধান অতিথির বক্তৃতায় রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী গোলাকান্দাইলের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ঢাকার বাইরে বাংলাদেশের সর্ববৃহৎ ফ্লাইওভার রূপগঞ্জের গোলাকান্দাইলে নির্মিত হচ্ছে। গোলাকান্দাইল ফ্লাইওভার বাংলাদেশের আধুনিক ফ্লাইওভার। নারায়ণগঞ্জের অন্য জায়গার চেয়ে রূপগঞ্জে বেশি উন্নয়ন করেছি।
গোলাম দস্তগীর গাজী সুবিধাভোগী নৌকার বিরোধীতা কারি কিছু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কিছু নেতা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে । উল্টাপাল্টা বলে লাভ হবে না।জনগণ উন্নয়নে বিশ্বাসী প্রতিশ্রুতিরে চেয়ে বেশি উন্নয়ন করেছি। আপনারা পারলে একটা ফ্লাইওভার করে দেখান।
গোলাম দস্তগীর গাজী গোলাকান্দাইল বাসিকে গ্যাস সংযোগ দেওয়ার কথা উল্লেখ করে বলেন,আপনাদের কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে গ্যাস সংযোগ দিয়েছি । রাস্তা ঘাট স্কুল কলেজ নির্মাণ করে দিয়েছি। রূপগঞ্জে নারায়ণগঞ্জের অন্য জায়গার চেয়ে বেশি উন্নয়ন করেছি। যার সুফল রূপগঞ্জ বাসি ভোগ করতে শুরু করেছে।
গোলাম দস্তগীর গাজী আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের আমলে রূপগঞ্জের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। সমালোচনা কারিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে আমাদের উন্নয়ন। আ.লীগের মধ্যে কোন গ্রুপিং চলবে না। যারা পদ নিয়ে নৌকাকে হারানোর জন্য গ্রুপিং সৃষ্টি করছে তাদের স্থান আ.লীগে হবে না।
ইফতার পার্টিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা অা.লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা অা.লীগের প্রচার সম্পাদক মানজারী অালম টুটুল,আ.লীগ আলহাজ্ব নেতা হাবিবুর রহমান হাবিব, গোলাকান্দাইল ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল অাহমেদ অালমাছ, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার অারিফুল হক ভুঁইয়া, অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, অাওয়ামীলী মহিলালীগ, যুবমহিলালীগ ও জাতীয় শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়া নারায়ণগঞ্জ-১ অাসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের হাতে ফুলের তোড়া দিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নেছার অাহমেদ নয়ন যুবলীগে যোগদান করে।