আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাচনে সদর-বন্দরে ত্রিমুখী ভোট যুদ্ধ

সংবাদচর্চা রিপোর্ট:

পঞ্চম উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলায় আগামী ৩১ মার্চ  ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ তিন উপজেলায় মহাজোটের শরিক জাতীয় পার্টি প্রার্থী দেয় নাই। প্রার্থী দেয় নাই বিএনপিও । তবে সদর বন্দর উপজেলায় আওয়ামীলীগ কে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না জাতীয় পার্টি ও বিএনপি।

সদর বন্দর উপজেলায় ভোট হবে পঞ্চম ধাপে। তবে সদর উপজেলার নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চতা রয়েছে। বন্দর উপজেলা নির্বাচনের তফসিল যে কোন সময় ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে সামনে রেখে প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে।  সদর বন্দর উপজেলায় সব কটি পদে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

বুধবার ২০ মার্চ পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান জাতীয় পার্টির নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ নিয়েছেন বলে জানা গেছে।

বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নিলেও সদর বন্দর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী  হবেন বিএনপির বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও আতাউর রহমান মুকুল । সম্প্রতি আজাদ-মুকুল জানিয়েছেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

বন্দর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের  ৩ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিছে জেলা আওয়ামী লীগ। তাদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ,বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালাম ।

সদর উপজেলায় এখনো আওয়ামীলীগের কোন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয় নাই। তবে এখানে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ প্রার্থীরা প্রকাশে ভোট প্রার্থনা করছে। জাতীয় পাটি ও বিএনপির প্রার্থীরা গোপনে প্রচার চালাচ্ছে। সদর বন্দর উপজেলা নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে কেউ কাউ কে ছাড় দেবে না।