আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে কাউন্সিলর ইকবাল হোসেনের অসহায়,গরীবদের মাঝে নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি

ঈদের আনন্দ ভাগাভাগি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন নাসিক ২নং ওর্য়াডের জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রসারোডস্থ কাউন্সিলর কার্যলয়ে এ অর্থ বিতরন করা হয়।

নগদ অর্থ বিতরণ কালে কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আর এই ঈদে অসহায়, গরীব, দুস্থদের মাঝে একটু হাসি ফোটাতে পারলেই আমি খুশি। আমাদের ২নং ওর্য়াডের ২ হাজার ২শত অসহয় মানুষে মাঝে এ অর্থ বিতরন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন হাজী ইদ্রিস আলী, হাজী জহিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের ভারপ্রপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্বা আহমেদুল কবির চৌধুরী, কামাল হোসেন, মোক্তার হোসেন, শাহজাহান, গিয়াসউদ্দিন, পলাশ হোসেন, ইসমাইল হোসেন, জসিমউদ্দিন ও কাউসার আহামেদ প্রমূখ।