আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইনফেকশনের আগেই আইসোলেশন পাঠাতে পারব: সিভিল সার্জন

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেছেন , নারায়ণগঞ্জ একটা হট স্পট। নারায়ণগঞ্জে করোনা রোগীর সংখ্যা অনেক বেশি। পিসিআর কোনো ল্যাব না থাকাতে আমাদেরকে ঢাকায় পাঠাতে হতো। রিপোর্ট পেতে আমাদের সময় লেগে যেতো দুই থেকে তিন দিন। এখন রূপগঞ্জ আমাদের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যে পিসিআর ল্যাব চালু করলো। এটার কারণে আমরা যদি দিনে দিনে রিপোর্ট পেয়ে যাই। তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নত করতে পারব। একদিনে আমরা যখন রিপোর্ট পেয়ে যাব তখন আমরা ঐ রোগীদের তাড়াতাড়ি আইসোলেশন পাঠাতে পারব। ওর যথেষ্ট ইনফেকশন করার আগেই।

বুধবার ( ২৯ এপ্রিল ) দুপুরে  নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন বেস্টওয়ে সিটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে সিভিল সার্জন  এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রীর কাছে দৃষ্টি আকষণ করে বলছি আমাদের লিখিত একটা আবেদন আছে। আমাদের সেম্পলগুলো এতো দিন পাঠিয়ে ছিলাম আইইডিসিআরে । মঙ্গলবার নির্দেশ আসছে আইপিএসে পাঠানোর জন্য । আইপিএসে যদি আমাদের সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা রূপগঞ্জে পাঠাতে পারি তাহলে আমরা রিপোর্ট দিনে দিনে পেয়ে যাব। সে ব্যাপারে আমাদের একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: জাহিদ মালেক বলেন  নারায়ণগঞ্জের সেম্পলগুলো রূপগঞ্জে টেস্ট হোক এটিই আমি মনে করি। ওখানে আমাদের স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আমাদের এই পরামর্শ রইল।

গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: জাহিদ মালেক এমপি, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাঈদ আল মামুন, ডাক্তার রুখসানা রায়হান ( ভাইরোলজিস্ট)  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাছুম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন।