নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজার থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বাড়ৈপাড়ার হোসেন আলী (৪৫), বালিয়াপাড়ার সাহাজ উদ্দিন (৬৫), নোয়াপাড়ার হারুন (৪০), উলুকান্দির রুবেল (৩৫), বালিয়াপাড়ার কালাইচান (৪০)।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এরা দীর্ঘ দিন ধরে ইয়াবা, গাজাঁসহ বিভিন্ন রকমের মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে পুলিশের একাধিক টিম এদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।