আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে (১১ জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলা সংবাদকর্মীদের সাথে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এসময় সংবাদকর্মীরা তাদের প্রত্যেকের মতামত তুলে ধরেন। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সাংবাদিক মাসুম বিল্লাহ, এমএ হাকিম ভূইয়া, সফুরউদ্দিন প্রভাত, হারাধনচন্দ্র দে, মোহাম্মদ শাহমোয়াজ্জেম হোসেন (মামুন), হাছান মাষ্টার, ইসমাইল, মজিবুর, হাবিবুর রহমান, মোঃবাদল হোসেন, মোঃরফিকুল ইসলাম সহ সকলে ধর্ষণ, মাদক, ভূমি দস্যুদের প্রতিকারের বিষয়টি নিয়ে মত বিনিময় সভায় জোরালো বক্তব্য তুলে ধরেন। সকলের বক্তব্যের ফলশ্রুতিতে অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি, আমি আড়াইহাজার থানাকে দিতে এসেছি, নিতে নয়। আমি মাদক, সন্ত্রাস, ভূমি দস্যু মুক্ত করতে চাই। সেই সাথে ছিনতাই, চুরি, ডাকাতি বন্ধে আমি বদ্ধ পরিকর।

তিনি বলেন মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ থেকে শুরু করে  প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। তিনি বলেন, তাই আসুন সকলে মিলে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলি। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মোঃ ফায়েজুর রহমান,  সাংবাদিক মোহাম্মদ শাহমোয়াজ্জেম হোসেন (মামুন), মোঃ রফিকুল ইসলাম, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, হাবিবুর রহমান হাবি, জাকির হেসেন, মোঃ শাহজাহান, আল আমিন, আতিকুর রহমান আতিশ, সোলায়মান প্রমুখ।