আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শুরুতেই বিআরটিসি’র বাস সংকট! যাত্রী ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুরুতেই বিআরসিটির সার্ভিসের বাস সংকট চলছে। ২ ফেব্রুয়ারী সার্ভিসটি উদ্বোধন করা হয়।

এটি আড়াইহাজার থেকে গুলিস্তান চলাচল করছে। অভিযোগ উঠেছে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম থাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে শুরুতেই চরম দুর্ভোগে পড়ছে যাত্রীরা।

রোববার সন্ধ্যায় গুলিস্তানে আড়াইহাজারের বিআরটিসির কাউন্টারে এক যাত্রী অভিযোগ করেন, আড়াইহাজারে যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসির কাউন্টার থেকে ৮০ টাকায় একটি টিকেট কেটে তিনি প্রায় দুই ঘন্টা অপক্ষো করেছেন। এক পর্যায়ে বাসে উঠেন।

পরে আরো এক ঘন্টা বাসটি কাউন্টারে অপেক্ষা করেন। অপেক্ষায় থেকে অনেকেই টিকেটের টাকা ফেরত নিয়েছেন। এসময় যাত্রীদের সাথে কাউন্টারের লোকজনের প্রচন্ড বাগবিতন্ডার ঘটনাও ঘটেছে। তিনি আরও জানান, দ্রæতের তুলনায় বাসের ভাড়া বেশী নেয়া হচ্ছে। ভাড়া আরো কমনোর দাবী জানিয়েছেন এই যাত্রী। আড়াইহাজারের এক ওর্য়াকসপ ব্যবসায়ী অভিযোগ করেন, আড়াইহাজারে বিআরটিসির কৃঞ্চপুরা কাউন্টারে টিকেট কেটে তিনি দেড় ঘন্টা অপেক্ষা করে বাসে উঠেন। এই ব্যাক্তি অতিদ্রুত বাসের সংকট নিরসনের দাবী জানিয়েছেন। বিশ্বনন্দী এলাকার যাত্রী রাজিব মিয়া বলেন, ফেরিঘাট থেকে গুলিস্তানের ভাড়া ১১০টাকা থেকে কমিয়ে আনার দাবী করছি। কারণ এতোবেশী ভাড়া দিয়ে যাত্রীদের মধ্যে অনেকেই যাতায়ত করতে পারবে না।

গুলিস্তান কাউন্টারে দায়িত্বে থাকা সাফাত নামে এক ব্যক্তি বলেন, বাসের সংকট অচিরেই কেটে যাবে। আরো কিছু বাস বরাদ্দ দেয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, আমাদের পক্ষ থেকে যাত্রীদের শতভাগ সেবা দেয়ার চেষ্টা করা হবে।