আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রং মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নুরে আলম (২৫) নামে এক রং মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে আড়াইহাজার পৌরসভাধীন ‘আড়াইহাজার প্লাজা’ নামে একটি বহুতল ভবনের ৬ তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় দয়াকান্দা এলাকার সফির ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করেছে।

আড়াইহাজার থানার এসআই শামীম জানান, নিহতের থাকার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে। এদিকে ভবনটির ৬ তলার ওই ফ্ল্যাটের মালিক মিজান বলেন, তিন মাসে আগে বোরকা পরিহিত একজন নারীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে নুরে আলম তার ফ্ল্যাটটি তার কাছ থেকে ভাড়া নেন।