আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পেয়ারা চাষে উৎসাহী কৃষক

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পেয়ারা চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর উপজেলার কামরাঙ্গিরচর এলাকায় পেয়ারা চাষের উদ্যোগ নিয়েছে চাষীরা । পেয়ারা চাষ করে অনেক খুশি হয়েছে কৃষকরা । তারা অনেক দাম পাচ্ছে। অনেক চাষী স্বাবলম্বী হচ্ছে। তবে গত বছর সঠিক মাত্রায় বৃষ্টিপাত না হওয়ায় এবার ফলন তেমন ভালো হয়নি।

রমজান আলী বলেন, এই বছর যদি বৃষ্টিপাত সঠিক মাত্রায় হয় তাহলে পেয়ারা খুব ভাল হবে বলে তিনি মনে করেন। পোকার আক্রমন যদি না হয় তাহলে গত বছরের চেয়ে বেশি ফলন হবে বলে কৃষক মনে করেন। পেয়ারা যদি বাণিজ্যিক ভাবে চাষ করা যায় তাহলে অনেকের বেকারত্ব দূর হবে।

এই ব্যাপারে আড়াইহাজার উপজেলার কৃষি কর্মকর্তা আঃ কাদির বলেন, আড়াইহাজারের কিছু এলাকায় পেয়ারা চাষ হয়েছে। সার, কীটনাশ, ঠিকমতো যত্ন দিলে এই বছর খুব ভাল ফলন হবে বলে আমি মনে করি।