আজ মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুলিশের এসআইকে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির তৎকালিন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজী এসআই হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আলাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় বদলপুর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় একটি ফামের্সী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ২০১১ সালের ১৭ জুন দিনগত রাত ২টায় আড়াইহাজার উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া কদমীর চর এলাকায় আসামি ধরতে বিশেষ অভিযানে যান এসআই আহসানউল্লাহর নেতৃত্বে এসআই নাসির সিরাজী, রফিকুল ইসলামসহ কনস্টেবলরা।

অভিযানে পুলিশ কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী একেএম ফাইজুল ইসলাম ডালিমের সমর্থক চারজনকে একটি হত্যা মামলায় গ্রেফতার করে ট্রলারযোগে ফেরার পথে মেঘনা নদীর কালাপাহাড়িয়া এলাকায় আসমিপক্ষের ৪০-৫০ জন লোক ইটপাটকেল, বলম, দা ও লাঠিসোটা নিয়ে বালুবাহী (বাল্কহেড) পুলিশের ওপর হামলা চালায় এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

হামলায় এসআই রফিকুল ইসলাম ও আহসানসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নিখোঁজ থাকার ৩৪ ঘণ্টা পর খাগকান্দা ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া মেঘনা নদীর তীর থেকে এসআই নাসির সিরাজীর উদ্ধার করা হয় লাশ।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানউল্লাহ বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ