আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার স্থানীয় একটি মসজিদের ইমাম নিয়োগ কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় গ্রুপের নারীসহ অন্তত ২০জন। আহতদের মধ্যে কাসেম, আনোয়ার হোসেন, শরীফা, শরীফ, ইতি, আমজাদ, মোস্তফা, রিপন, বাবুল, এলাহী, কাউসার, ফজলুল হক, শাহজালাল, মাসুদা ও পারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যরা স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। উপজেলার আলীসাদী কান্দাপাড়া এলাকায় শহীদুল্যাহ ও কাসেম গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বসত ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় দুইগ্রুপের লোজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীসাদী জামে মসজিদের ইমাম সফিকুলের নিয়োগ নিয়ে এলাকায় দুইগ্রুপের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে কাসেম গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসশস্ত্র নিয়ে শহীদুল্যাহর লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে দুইগ্রুপের নারীসহ অন্তত ২০জন কমবেশী আহত হয়েছেন। স্থানীয় গ্রাম্যমাতাব্বর জাকারিয়া বলেন, র্দীঘদিন ধরেই ইমামকে নিয়োগ নিয়ে বিরোধ দেখা দেয়। ইমামের
সূরাকেরাতে একপক্ষ ভুল ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যে বেশ কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।