আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

আড়াইহাজারে এমপি বাবুর শোডাউন সরানো হয়নি নির্বাচনী প্রচার সামগ্রী

আড়াইহাজারে এমপি বাবুর

আড়াইহাজারে এমপি বাবুর নিজস্ব প্রতিবেদক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণামূলক ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ, দেয়াল লিখনসহ সবকিছু গত রোববার রাত ১২টার মধ্যে সরিয়ে ফেলতে স্থানীয় নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হলেও নারায়ণগঞ্জ-২ আড়াইহাজারে আসনে বর্তমান সাংসদের বেশিরভাগ প্রচারপত্র সরানো হয়নি। এদিকে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু ও তার কমী-সমর্থকরা এলাকায় মোটারবাইক শোডাউন দিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ করে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। এতে আরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অনেকে মনে করছেন। নির্বাচন কমিশনারের নিরপেক্ষ ভুমিকা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন। এতে ভোটারদের মধ্যে কিছুটা আতংকও কাজ করছে বলে অনেকেই অভিযোগ করেছেন।

পাঁচরুখী, বান্টি, কালিবাড়ি, দুপ্তারা ও পুরিন্দা সড়কের দুইপাশে বিভিন্ন অলিগলি আর গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের প্রচারণা সামগ্রী। ব্যক্তিগত পর্যায়ে এসব সরানোর কথা থাকলেও তা সরানো হয়নি। এনিয়ে বেশ কয়েকবার অবহিত করার পরও কোন ব্যবস্থা না নেয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। আর এ কারণে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও যত্রতত্র নির্বাচনী প্রচারণামূলক ব্যানার, পোস্টার, তোরণ ও ফেস্টুন শোভা পাচ্ছে। এর ফলে নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধী দলের নেতাকর্মীরা।

জানা যায়, গত ৯ নভেম্বর নির্বাচন কমিশন থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ব্যক্তিগত উদ্যোগ ১৪ নভেম্বরের মধ্যে প্রচারণামূলক ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ, দেয়াল লিখনসহ সবকিছু সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়। প্রথম দফায় বেঁধে দেয়া সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম অপসারণ না হওয়ায় সময় বাড়িয়ে ১৮ নভেম্বর রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়। নির্ধারিত সময়ে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা ব্যক্তিগত উদ্যোগে প্রচারপত্র সরিয়ে ফেললেও আড়াইহাজারে বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুর কোনো তোরণ, ব্যানার ও ফেস্টুন সরানো হয়নি।

এদিকে সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু শতশত নেতাকর্মী নিয়ে আড়াইহাজার পৌরসভা এলাকায় শোডাউন দিয়েছেন। এসময় প্রায় তিনশতাধিক মোটরবাইকে করে তার কমী-সমর্থকরা এতে অংম নেয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা বলেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে সরকারি দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি নজরুল ইসলাম বাবু আরণবিধি লঙ্ঘন করছেন। কিন্ত তার বিরুদ্ধে কোন পর রিটানিং অফিসার ও নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে করে তাদের পক্ষপাতমূলক আচরণ ফোঁটে উঠছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদ বলেন, নির্বাচনী লেভেলপ্লেংফিন্ড এখনও তৈরি হয়নি। নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন কমিশন ও সহকারি রিটানিং অফিসারের পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। আরচণবিধি ভঙ্গ করে প্রতিনিয়তই স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু অথবা তার কমী-সমর্থকরা এলাকায় বিভিন্ন ভাবে শোডাউন দিয়ে যাচ্ছেন। মনোনয়ন চূড়ান্ত খবর পেয়ে অনেক এলাকায় মিষ্টিও বিতরণ করা হয়েছে। তবে দৃশ্যত্ব কোন ব্যবস্থাই নেয়নি নির্বাচন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা নির্বাচন কমিশনার আফরোজা খাতুন বলেন, আমি শোনেছি এলাকায় শোডাউন দেয়া হয়েছে। পরোক্ষণে তিনি আরও বলেন, ‘আপনি জেলা প্রশাসক অথবা সহকারি রিটানিং অফিসারকে বিষয়টি অবহিত করেন। এবিষয়টি তাদের এখতিয়ার।’ তবে নির্বাচনী সামগ্রী অপসারণে ম্যাজিস্ট্রেট কাজ করছেন।