আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ

আড়াইহাজার পৌরসভায়

আড়াইহাজার পৌরসভায়

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভায় ২০ হাজার,৭ শত ৫৭ জন নারী ও পুরুষের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার ১৬ জুলাই আড়াইহাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট বিতরণ করা হয়। এ পৌরসভায় নারী ভোটার ১০,৪৬৯জন ও পুরুষ ভোটার ১০,২৮৮জন।

যদি কেউ কার্ড সংগ্রহ করতে ব্যর্থ হন। তারা আড়াইহাজার পৌরসভা থেকে তাদের কার্ডটি সংগ্রহ করতে পারবেন। সবার পুরাতন কার্ডটি জমা নেওয়া হচ্ছে।

আড়াইহাজার উপজেলা নির্বাচন কমিশনার আফরোজা খাতুন বলেন, ‘গুরুত্বপূর্ণ ২২টি কাজে এ কার্ডটির ব্যবহার হবে। যারা কার্ড পায়নি আজ মঙ্গলবার তাদের কার্ড বিতরণ করা হবে।’ ২৫ জুলাই আড়াইহাজারে দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।