আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ১২ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আড়াইহাজার পৌরসভা

আড়াইহাজার পৌরসভা

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার  ও গোপালদী পৌরসভার নির্বাচন ২৫ জুলাই। আড়াইহাজার পৌরসভায় অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি গোপালদী ভোট কেন্দ্রের সংখ্য ১১টি। এর মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে পুলিশ। দুই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৯,০৮৫ জন। এর মধ্যে অর্ধেক ভোটারই নারী। পুুুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভায় ৯টি ওয়ার্ডের মধ্যে ৯টি কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহৃত করা হয়েছে।

এগুলো মধ্যে রয়েছে ১ নং ওয়ার্ড কামরানীর চর, ২ নং মৌজাকান্দা, ৩নং দাসপাড়া, ৪ নং ঝাউগড়া ৫নং কৃঞ্চপুরা, ৬ নং মুকুন্দীগাজী পুরা, ৭নং নোয়াপাড়া, ৮নং লাসাদী গোয়ালপাড়া ও ৯নং ওয়ার্ড আড়াইহাজার সরকারি ৬২নং মডেল প্রাথমিক বিদ্যালয়। এদিকে গোপালদী পৌরসভায় ১নং নগরডৌকাদি, ২নং উত্তরজালাকান্দি ও ৩ নং লক্ষীবরদী ঋষিপাড়া। এর মধ্যে আড়াইহাজার পৌরসভায় ৮,৭, ও ৫নং অধীক ঝুঁকিপূর্ণ।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, ডিএসবি’র সদস্যরা দুই পৌরসভায় ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহৃত করেছেন। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।

আড়াইহাজার পৌরসভা রিটার্নিং অফিসার ফয়সাল কাদের বলেন, ‘অধীক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। আজ (বৃম্পতিবার) সিইসি’র সচিব হেলালউদ্দিন মহোদয় প্রার্থীসহ সুশীল সমাজের ব্যাক্তিদের সাথে নির্বাচন সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করবেন। তিনি যেভাবে নির্দেশ দিবেন, আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব।’