আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক মো: রাব্বী মিয়ার সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপ-পরিচালক (স্থানীয় সরকার), সার্বিক, পুলিশ, র‍্যাব, এনএসআই এর প্রতিনিধিসহ সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক রাব্বী মিয়া মহান শহীদ দিবসে ভাষা শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন তাদের স্বপ্নের সোনার বাংলা আমাদের গড়তে হবে। ভিশন ২০২১, ২০৪১, ডেলটা প্লানসহ সরকারের সকল প্ল্যান বাস্তবায়নে আমাদের একাগ্রচিত্তে কাজ করতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার সুফল ভোগ করতে পারেন।