নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে (নরসিংদী জোনের) পাঁচরুখী, আড়াইহাজার, গ্রামীণ ব্যাংক শাখার পক্ষ থেকে ( ১৪ জানুআরি ) ভিক্ষুকদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়। এই সময় সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে ভিক্ষুকদের মাঝে কম্বল প্রদান করা হয়।
এই সময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সঞ্জয় কুমার দাস বলেন, আমাদের দেশে গরীব দুঃখীর ব্যাংক গ্রামীণ ব্যাংক। যারা গরীব, যাদের হাতে বাড়তি কোন সঞ্চয় নেই, তাদের জন্য গ্রামীণ ব্যাংক। যাদের কে অন্য ব্যাংক মর্গেজ ছাড়া কোন লোন দেয় না, সেখানে গ্রামীণ ব্যাংক কোন মর্গেজ ছাড়া নিরীহ, গরীব, দুঃখী মানুষের হাতে তুলে দিচ্ছে লোন। অতি সহজে লোন পেয়ে অনেকের জীবনে এসেছে পরিবর্তন। তিনি বলেন আজকে যারা ভিক্ষা পেশায় জীবন যাপন করছে, তাদের জন্য অাজকে আমাদের গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সামান্য উপহার, আসুন আমরা সবায় শীতার্তদের পাশে দাড়াই।
এই সময় উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার দাস, ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক শাখা,পাঁচরুখী, আড়াইহাজার, মোঃ মহসিন, সেকেন্ড অফিসার, গ্রামীণ ব্যাংক শাখা, পাঁচরুখী, আড়াইহাজার, মোঃ গোলাম হোসেন রতন, সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা মোঃ গুলবকস মিয়া।