নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীনা (২৫) নামে এক গৃহবধূ অপহরণের খবর পাওয়া গেছে, তার পিতার নাম- জাহাঙ্গীর, স্বামী-বিল্লাল হোসেন, গ্রাম-তেতুলতলা। গৃহবধূর স্বামী বিল্লাল হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২০ জানুয়ারী দীনা কে বাড়ির সামনে থেকে অপহরণ করে গাড়ীতে তুলে নিয়ে যায় অপহরনকারীরা। মহিলাটি এক সন্তানের জননী।
আড়াইহাজার উপজেলার তেতুতলা এলাকার হামিদের ছেলে ফারুক কে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে আড়াইহাজার থানার এস,আই হুমায়ুন বলেন, অপহরনের ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে, অভিযোগের ভিত্তিতে ফারুক নামে একজন কে আটক করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।