আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামীতে আর নির্বাচন হবে কিনা তার নিশ্চয়তা নেই: এড. কালাম

নিশ্চয়তা নেই

নিশ্চয়তা নেই

 

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকার যেভাবে ফাঁদ পাতছে তাতে করে আগামীতে আর নির্বাচন হবে কিনা তার নিশ্চয়তা নেই মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিগত নেতৃত্বের অপারগতা ভুলে গিয়ে নতুন উদ্যমে সকল গ্লানিকে মুছে দেবে ছাত্রদলের নতুন ও তরুণ নেতৃত্ব।
বৃহস্পতিবার (৭ জুন) বিকেলে মহানগর ছাত্রদলের নতুন কমিটি সদস্যরা তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
কালাম বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আপোষহীন থেকে দলের জন্য কাজ করতে হবে। বর্তমান সরকার যেভাবে ফাঁদ পাতছে তাতে করে আগামীতে আর নির্বাচন হবে কিনা তার নিশ্চয়তা নেই। এখন ক্ষমতায় থাকতে ভোটের প্রয়োজন হয়না। তাই আগামী নির্বাচনের আগে মানুষের ভোটের অধিকার ফেরাতে কাজ করতে হবে।
ছাত্রদলের নতুন কমিটির সভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগরের সহ সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অন্তু, হামিদুর রহমান সুমনসহ মহানগর ছাত্রদল নেতারা এড. কালামকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।