নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ চাষাড়া থেকে শুরু করে নিতাইগঞ্জ মোড় পর্যন্ত বি.বি রোডের দুইপাশে চারটি রাস্তার মাঝখানে ডিভাইডার রং এবং দুই রাস্তার মধ্যেবর্তী যে মূল ডিভাইডার রয়েছে তার উপরে বিভিন্ন ফুলের গাছ সহ চারা ও বিভিন্ন বৃক্ষ রোপণ করায় নগরীর সৌন্দর্য পূর্বের চেয়েও অনেক বেশী বৃদ্ধি পেয়েছে। এমনটাই মনে করছেন নগরীর বঙ্গবন্ধু সড়কে প্রতিনিয়ত চলাচলরত হাজারো মানুষ। আর তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন জেলার সাধারণ মানুষ। পাশাপাশি উন্নয়নের ধারা সব সময় অব্যহত রাখার জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ ও অনুরোধ জানিয়েছেন তারা।
নগরবাসী মনে করেন, নাসিক মেয়র তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হাত ধরে নগরীর বহু উন্নয়ণমূলক কাজ হয়েছে। সড়কে চলাচল করার জন্য একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যা পূর্বে ছিলো না। তবে সেলিনা হায়াৎ আইভী নগরীর চেহারাই পাল্টে দিয়েছেন। এবং একের পর এক উন্নয়ণমূলক করে যাচ্ছেন। যার ফলে, রাজধানী ঢাকার মানুষ বর্তমানে নারায়ণগঞ্জে এসে বলতে পারবে যে না, দেখার মতো একটি সিটিতে রূপান্তরিত হয়েছে এই শহর। চাষাড়া থেকে শুরু করে পুরো বঙ্গবন্ধু রোড তথা নিতাইগঞ্জ মোড় পর্যন্ত চার রাস্তার সবগুলো ডিভাইডার রং করায় এখন রাস্তায় চলাচল করতে একটু অন্যরকম অনুভব হয়। পাশাপাশি রাস্তার মাঝখানে মূল ডিভাইডারের উপর ফুলের চারা ও বিভিন্ন বৃক্ষ রোপন করায় সৌন্দর্য খুবই বৃদ্ধি পেয়েছে।
নগরবাসী আরও মনে করেন, শহরের আরও বেশ কিছু কাজ রয়েছে যা এখনোও শেষ হয়নি। তবে আশা করা যায় নগরমাতা আইভীর হাত ধরেই শহরের বাকী যে কাজ গুলো রয়েছে তা সম্পন্ন করা হবে। কেননা হকার সমস্যা এখনও পুরোপুরি শেষ হয়নি।
জেলা পুলিশ সুপার আইভীর দেখানো পথে হাটলেও এখনো পর্যন্ত হকার সমস্যার সমাধান পুরোপুরি করতে পারেনি। দিনের বেলা হকার না থাকলেও রাতে আবার চলে বিদ্যুৎ চুরি করে অবৈধ রমরমা ব্যবসা। এই ফুটপাত দখল করে হকাররা অবৈধ ব্যবসা করায় শহরবাসী সন্ধ্যার পর তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। তাই হকার সমস্যা সমাধান নগরমাতা আইভীকেই করতে হবে। তিনিই পারবেন নগরীর চাদাঁবাজদের উৎখাত করতে। এবং শহরের মানুষদের ফুটপাত দিয়ে স্বাধীনভাবে চলতে দিতে। আর তাই উন্নয়ণের পাশাপশি রাস্তা দখল করে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে অবৈধ হকার ব্যবসা এবং নগরীতে যেসকল অবৈধ কার্যকলাপ তথা যে অনিয়ম হচ্ছে তা নিধন করার জন্য বিশেষভাবে সিটি মেয়র আইভীর হস্তক্ষেপ কামনা করেছেন শহরবাসী।
নগরীর উন্নয়ণ কর্মকান্ডের বিষয়ে জানতে চেয়ে নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে দৈনিক সংবাদচর্চাকে বলেন, নগর উন্নয়ণে সিটি কর্পোরেশনের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা ইতিমধ্যেই অনেক কাজ সম্পন্ন করেছি। নগরবাসী সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন এ বিষয়টি শুনে খুবই ভালো লাগলো। কারণ মানুষের স্বার্থে সবসময়ই সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে এবং যাবে। কাজ করার পর মানুষ খুশী হলে তথা ধন্যবাদ জানালে তো খুশী হবারই কথা। আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে নগরী নিয়ে। এবং অতি শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে মূল যে বিষয়টি রয়েছে তা হলো মানুষ যাতে খুব সহজেই ফুটপাত দিয়ে চলাচল করতে পারে। গাড়ীর রাস্তায় গাড়ী আর মানুষের রাস্তায় মানুষ চলাচল করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা। এবং অতি শীঘ্রই নগরবাসীর স্বার্থে যেসকল কাজগুলো বাকী আছে তা সম্পন্ন করা হবে।