আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ত্র হাতে প্রকাশ্যে নিয়াজুলের গুলি বর্ষণ

অস্ত্র হাতে

অস্ত্র হাতে প্রকাশ্যে নিয়াজুলের গুলি বর্ষণঅস্ত্র হাতে
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে হকার ইস্যুতে সৃষ্ট সংঘর্ষের সময় নিজেদের হেফাজতে থাকা পিস্তল উঁচিয়ে ফাকা গুলি বর্ষণের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ যুবলীগ নেতা নিয়াজুলে বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে নগরীর চাষাড়াস্থ সায়াম প্লাজার সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী যখন বিকেল ৪ টায় নগর ভবন থেকে নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে চাষাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন সায়াম প্লাজার সামনে বাঁধার সৃষ্টি করে যুবলীগ নেতা নিয়াজুল। এরপর আইভী পন্থীরা ক্ষিপ্ত হয়ে নিয়াজুলকে ধাক্কা দিলে নিয়াজুল তখন তার কোমড়ে থাকা একটি বিদেশী পিস্তল উঁচিয়ে ফাকা গুলি বর্ষণের চেষ্টা করে। কিন্তু ভাগ্যক্রমে সেই পিস্তল থেকে গুলি বের না হওয়ায় আরো ক্ষিপ্ত হয়ে আইবী পন্থীরা নিয়াজুলকে ফুটপাতে ফেলে গণধোলাই দেয়।

এ প্রসঙ্গে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে মেয়র আইভী অভিযোগ করে বলেন, ‘শামীম ওসমানের নির্দেশেই তার ক্যাডার বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে। আমার নিরস্ত্র নিরীহ কর্মীদের উপর বৃষ্টির মত ইট-পাটকেল ও গুলি বর্ষণ করেছে। এতে সাংবাদিকসহ আমার অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ’
তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণ ভাবে বিকাল ৪ টায় নগর ভবন থেকে বেরিয়ে ফুটপাট দিয়ে হেঁটে চাষাড়ায় যাচ্ছিলাম। শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাড়া সায়েম প্লাাজার সামনে আসা মাত্র শামীম ওসমানের ক্যাডার নিয়াজুল পিস্তল উঁচিয়ে গুলি করে।’

স্পন্সরেড আর্টিকেলঃ