আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কাউন্সিলর রুহুলের

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ৩৫০ জন অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন। শনিবার দুপুরে ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা ঈদগাহ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় কাউন্সিলর রুহুল আমিন মোল্লার পক্ষ থেকে সকলের মাঝে কুমড়া বিতরণ করা হয়। বিতরন শেষে রুহুল আমিন বলেন, মিষ্টি কুমড়া আমার নির্বাচনি প্রতিক। তাই ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের আমার পক্ষ থেকে ত্রাণ সামগ্রীর সাথে কুমড়া বিতরণ করেছি। তিনি বলেন, সরকারি-বেসরকারি ভাবে অনেক ত্রাণ আমার ওয়ার্ডের জনগনের জন্য পেয়েছি যা আমরা বিভিন্ন ভাবে সকলের কাছে পৌছে দিয়েছি। আমার ওয়ার্ডে প্রায় সকল অসহায় মানুষের মাঝে ত্রাণ দিতে পেরেছি। আমার পাশে থেকে বিভিন্ন কারখানার মালিকরাও অনেক সাহায্য করেছেন। এছাড়া আজকের এই ত্রাণ সামগ্রী প্রধানমন্ত্রির উপহার। এই ত্রাণ পেয়ে আমি ও আমার ওয়ার্ডের মানুষ অনেক আনন্দিত।

এলাকাবাসী জানায়, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা করোনার পরিস্থিতি মোকাবেলায় সব সময় মানুষের খোঁজ রেখেছেন। খাঁবারের অভাবে থাকলে তার বাড়িতে খাবার পৌছে দিতেন। ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী সকল অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছেন। তার মত জনপ্রতিনিধি পেয়ে আনন্দিত এলাকার সকল মানুষ।

এসএমআর