আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়েদের ও ছেলেদের মুখের অবাঞ্ছিত লোম দূর করতে করণীয়

অবাঞ্ছিত লোম

 মুখের অবাঞ্ছিত লোম দূর করতে করণীয়

অবাঞ্ছিত লোম

স্বাস্থ্য: নারী-পুরুষ সবার শরীরেই কম বেশি লোম থাকে। কিন্তু যখন মেয়েদের মুখে ছেলেদের মত লোম গজাতে শুরু করে তখন তা খুব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। মেয়েদের মুখে এই অবাঞ্ছিত লোম গজানো নিয়ে অনেকেই বিভিন্ন ভিত্তিহীন কারণকে দায়ী করেন।
তবে মূলত শরীরের অভ্যন্তরীণ হরমোনের ভারসাম্যহীনতাই এর প্রধান কারণ। প্রত্যেক নারী ও পুরুষের শরীরে টেসটোস্টেরণ নামক এক ধরনের হরমোন রয়েছে। এই হরমোনের পরিমাণ সাধারণত পুরুষদের শরীরে বেশি থাকে। তাই একে পুরুষ হরমোন বলে।
যখন মেয়েদের শরীরে এই হরমোনের পরিমাণ কোনো কারণে বেশি থাকে অথবা হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন মেয়েদের শরীরেও পুরুষের মত অধিক লোম গজাতে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মেয়েদের এই শরীরিক সমস্যাকে হারসুটিসম বলা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ