আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে পুলিশ সুপারের দারস্থ হলেন এমপি শামীম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট:
অবশেষে পুলিশ সুপার মো. হারুন অর রশিদের দারস্থ হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল অনুমান ৫ টা ৫ মিনের সময় সংসদ সদস্য শামীম ওসমান পুলিশ সুপারের কার্যালয়ে আকস্মিক হাজির হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে তিনি অনুমান ৫০ মিনিট অবস্থান করেন বলে জেলা পুলিশের একটি সূত্রে জানা যায়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের মেশিনপাড়ায় একটি সমাবেশ করেন শামীম ওসমান। সেই সমাবেশে তিনি জেলা পুলিশের বেশ কিছু কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং নাম না উল্লেখ করে কয়েকজন পুলিশ সদস্যকে ছোট কর্মচারী হিসেবে অবহিত করেন।

পুলিশ সুপারের কার্যালয়ের একজন বিশেষ কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, শেষ পর্যন্ত শামীম ওসমান এসপির কাছে হাজির হয়েছেন। পুলিশ সুপার হারুন অর রশিদের সাথে দীর্ঘ ৫০ মিনিট একান্ত বৈঠক করেছেন তিনি। কি কারনে সংসদ সদস্য শামীম ওসমানের এমন আগমন জানতে চাইলে তিনি বলেন, বিশেষ একটি কাজের তাগিদে এসেছেন।

সর্বশেষ সংবাদ