আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

অটিকষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য দশ লক্ষ টাকা অনুদান প্রদান

অটিকষ্টিক

অটিকষ্টিক

সংবাদচর্চা রিপোর্ট:বাংলাদেশ জাতীয় বধির সংস্থার মাননীয় সভাপতি এ্যাড্ভোকেট তৈমুর আলম খন্দকার ও সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ ফজলে এলাহী খান সংস্থার সংযুক্ত প্রতিষ্ঠান অনিবার্ণ বাক-শ্রবণ ও অটিকষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এর অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অনুদানের চেক প্রদান করেন। চেক প্রদান অনুষ্ঠানে সভাপতি মহোদয় বলেন যে, স্থানীয় পর্যায়ে সকল বাক-শ্রবণ প্রতিবন্ধী সংগঠনকে পর্যাপ্ত পরিমাণ অর্থ অনুদান হিসাবে প্রদান করার জন্য অক্টোবর মাসে বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে এ পর্যন্ত প্রায় ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকার বার্ষিক অনুদান প্রদান করা হয়েছে।