আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিট পুলিশিং কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় চালু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় বারের মতো ফতুল্লা থানা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর লালখা ফকির বাড়ি মাঠে দ্বিতীয় বারের মতো বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠক অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল তানার ওসি তদন্ত শাহাদাৎ হোসেন, শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক জনাব মোঃ আজগর হোসেন, এস আই মোফাজ্জল করিম খান, এএসআই তারেক আজিজ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সেক্রেটারি জনাব মোস্তফা কামাল, থানা কমিউনিটি পুলিশের কোষাধ্যক্ষ জনাব তৈয়ুবুর, এলাকার সমাজ সেবক সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা।

এসএস/এসএএইচ