আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিখ্যাত ইউটিউবার ও ব্লগার জে কিমের ইসলাম ধর্ম গ্রহণ

সংবাদচর্চা ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার ও ব্লগার জে কিম গত সপ্তাহে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন একইসাথে নবী হযরত দাউদ (আ.) এর সঙ্গে মিলিয়ে নিজের নাম রেখেছেন দাউদ কিম।

বিখ্যাত এই ইউটিউবার ইসলাম গ্রহণ মুহুর্তের একটি ভিডিও আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে। সেটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, একজন ধর্মীয় বিজ্ঞ ব্যাক্তি (আলেম) ঈমানের প্রাথমিক বিষয়গুলো তাকে শেখাচ্ছেন। সেটি মগ্ন হয়ে শুনছেন জে কিম।

ইসলাম গ্রহণের পর জে কিম আরো লিখেন, যদিও আমি জন্মগত মুসলিম নই। কিন্তু আমার বিশ্বাস—আল্লাহ সব সময় আমার সঙ্গেই আছেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহকে ধন্যবাদ।
তিনি আরও বলেন,
‘ইসলাম ধর্মের প্রতি যখন থেকে আমি আগ্রহী হলাম, তখন থেকে আমার জীবনের অনেক কিছুই বদলাতে শুরু করলো। আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই, তবুও একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠব। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই।’