আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভিকে দেখতে হাসপাতালে কাদের,ঠিক সময় বিচার হবে

কাদের

আইভিকে দেখতে হাসপাতালে কাদের,ঠিক সময় বিচার হবেকাদের

সংবাদচর্চা ডেস্ক:

রাজধানীর ল্যাবএইড হাসপতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ১০টার দিকে আইভীকে দেখতে হাসপাতালে যান তিনি। ওবায়দুল কাদের কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছু বলবো না।’

মেয়র সেলিনা হায়াৎ আইভির শারীরিক অবস্থা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘মাইনর একটা স্ট্রোক করেছে। এখন আউট অব ডেঞ্জার। চার-পাঁচদিন পর্যবেক্ষণে থাকতে হবে।’

মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে সিটি করপোরেশনের মেয়রপন্থীদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ। সংঘর্ষ চলাকালে সময় অস্ত্র হাতে তেড়ে যাওয়া শামীম ওসমানের সমর্থক নিয়াজুল গণধোলাইয়ের শিকার হন।

ঘটনার পর আইভী অভিযোগ করেন, হামলাকারীরা সবাই শামীম ওসমানের ক্যাডার এবং শামীম ওসমানের নির্দেশে তাকে হত্যার জন্যই এ হামলা হয়েছে। হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানান। আইভী বলেন, এই হামলায় আমার বোন জামাই, ভাই, কর্মীরা আহত হয়েছে। আমি মার খেতে প্রস্তুত ছিলাম। কিন্তু কর্মীরা মার খাবে— আমি কখনোই চাইনি। আমার ধারণা ছিল— আমি ওখানে বসা থাকলে এ হামলা হবে না, কিন্তু তা হয়েছে। আমার কর্মীদের টার্গেট করে মারা হয়েছে।