অনলাইন ডেস্ক:
ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দেশটির সাঁওতাল আদিবাসী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য দ্রৌপদীর প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দ্রৌপদী ভোট পেয়েছেন ২৮২৪ ভোট । তার ভোট মূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০৩ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ১৮৭৭ ভোট। তার ভোটমূল্য ৩ লাখ ৮০হাজার ১৭৭টি ভোট। বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু ১০৪টি ক্রশ ভোট পেয়েছেন। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ২১ জুলাই ভোট গণণা হয়।