আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর শুভেচ্ছা


সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষ (১৪২৮) ও পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক,এমপি।

এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির একমাত্র সার্বজনীন প্রাণের উৎসব। এটা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে পালন করে। এখানে কোন ধর্মীয় কুসংস্কারের স্থান নেই। এটা বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। বাংলা বর্ষবরণের মাধ্যমে আবহমান বাঙালি সাংস্কৃতির পুনজাগরণ লাভ করে এবং জাতিকে সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষ (১৪২৮) ও পবিত্র রমজানের শুভেচ্ছা।সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন। ঘরে বসে বাংলা নববর্ষ উদযাপন করবেন । এছাড়া সবাইকে রোজার পবিত্রতা রক্ষা করার আহবান জানান তিনি।

এদিকে রূপগঞ্জবাসীকে বাংলা নববর্ষ (১৪২৮) ও পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। প্রসঙ্গত আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ (১৪২৮)।