নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশক্রমে চনপাড়া শেখ রাসেলনগর কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারীদের জন্য সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এর গাইডলাইন হাতে কলমে প্রশিক্ষণ ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করেছেন সিবিএইচসি এর ডাক্তারবৃন্দ। রবিবার ( ১৪ ফেব্রুয়ারি) তারা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেলনগর কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান, ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর রশীদ (সহকারী পরিচালক), ডঃ মোঃ আজিজুর রহমান খান ( সহকারী পরিচালক), ডঃ ফারজানা মুনমুন ( ডিপিএম) ,ডঃ নুসরাত কাদির (এম বি বি এস) , ডঃ নুরজাহান ( সি এইচ সি পি) , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।