আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ডিসির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীদের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মতবিনিময় সভা করেছেন। ৯ ফেব্রুয়ার মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, শাহরিয়ার পান্না সোহেল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবৈধ ইটভাটা, নদী দখলদারদার ও নামসর্বস্ব হাউজিং প্রকল্পের সাইনবোর্ড উচ্ছেদ করা প্রয়োজন। কৃষি জমি জবরদখল করে বালু ভরাট করা উচিৎ নয়। মাদক নির্মূল করতে হবে।
পরে প্রতিবন্ধিদের মাঝে অনুদানের চেক ও শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ এবং ওষুধী গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ