আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতার্তদের পাশে শেখ হাসিনার সরকার আছে

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই শীত বস্ত্র বিতরণ করেন মন্ত্রী । শীতবস্ত্র বিতরণের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে।

এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শীতার্তদের পাশে রয়েছে। আমরা চেষ্টা করছি শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছে দেওয়ার জন্য । সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে রূপগঞ্জে যারা শীতবস্ত্র বিতরণ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ সংবাদ