সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে দুই পক্ষের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মানববন্ধনে লাইনে ব্যানার হাতে দাঁড়ানো নিয়ে এ ধস্তাধস্তির হয় বলে জানা গেছে।
সোমবার ১১ই জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহবায়ক এড. তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে মানববন্ধন শেষে মিছিল করতে গেলে পুলিশ এতে বাঁধা দেয়। পরে রাস্তা থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।