সংবাদচর্চা রিপোর্ট: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্দেশে চনপাড়ায় মাদক বিরোধী র্যালি ও মিছিল হয়েছে। রবিবার ( ৩ জানুয়ারি ) র্যালিতে নেতৃত্ব দেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। র্যালিতে প্রায় ২ হাজার মানুষ অংশ নেয়। র্যালিটি চনপাড়ার বিভিন্ন পাড়া-মহল্লা এবং সড়ক প্রদক্ষিণ করে। এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান বলেন, চনপাড়াবাসী মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে। এখন থেকে চনপাড়ায় কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর স্থান হবে না।
তিনি বলেন, আমাদের নেতা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যেখানেই মাদক ব্যবসা হবে, সেখানেই এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করতে । প্রয়োজনে র্যাব পুলিশ হেড কোয়াটারে খবর দিতে বলেছেন। গুটি কয়েক মাদক ব্যবসায়ীর কারণে আমাদের চনপাড়াবাসীর দুর্নাম হোক আমরা তা চাই না।
বজলুর রহমান বলেন, চনপাড়ার উন্নয়ন গাজী পরিবারের মাধ্যমেই হচ্ছে। চনপাড়ার মাটি গাজী সাহেবের ঘাটি। কোনো পল্টিবাজ, ষড়যন্ত্রকারীর স্থান চনপাড়ার মাটিতে হবে না। যারা গাজী পরিবারের সাথে ষড়যন্ত্র করছেন তাদের লাভ হবে না। চনপাড়াবাসীকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। চনপাড়াবাসী গাজী পরিবারের সাথে আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান ভান্ডারী,সাধারণ সম্পাদক শাহ আলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জামাল,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খন্দকার, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক আলম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাকিলা আক্তার,মহিলা লীগ নেত্রী নুরজাহান,কহিনুর,পারুলী আক্তার গেদী প্রমুখ