আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে কলির নেতৃত্বে সন্ত্রাস বিরোধী মিছিল

সংবাদচর্চা রিপোর্ট: কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল কলির নেতৃত্বে সন্ত্রাস বিরোধী মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কাঞ্চন পৌরবাজার এলাকায় মিছিলটি বের করা হয় এবং পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয় । এসময় আলহাজ্ব গোলাম রসুল কলি বলেন, কাঞ্চনের মাটি গাজী সাহেবের ঘাঁটি, কাঞ্চনের মাটি পাপ্পা ভাইয়ের ঘাটি। কোন সন্ত্রাসী,চাঁদাবাজের স্থান কাঞ্চনের মাটিতে হবে না। মিছিলে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক নবীউল হাসান শান্ত, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসলাম উদ্দিন, নবারুন জুট মিলের সিবিএ সাধারন সম্পাদক দেওয়ান আঃ জলিল, পৌর যুবলীগ নেতা মতিউর, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক দেওয়ান নবীউর রহমান, পৌর যুবলীগের, ছাত্রলীগ নেতা নাছিরসহ অনেকে।