আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শহীদদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন । সোমবার ( ১৪ ডিসেম্বর) তারাব পৌরসভার রূপসী এলাকায় শহীদ গোলাম রশিদ বকুলের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান।

এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন, রূপগঞ্জ উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আতর আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,মাওলানা ওবায়দুল হক, হারুন অর রশিদ, কামরুল হাসান ওয়াদুদ, সামসুল হক, নাসির, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: মুন্না খাঁন উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদপুর ইউনিয়নে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত ১৯৭১ সালের ২৭ নভেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণ করেন গোলাম রশিদ বকুল। এছাড়া জানা গেছে ৯ মাস মুক্তিযুদ্ধে রূপগঞ্জের আও ১০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন।