আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে অপ্রধান শস্য বীজ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজার জাতকরণ কর্মসূচির উপকারভোগী সদস্যদের অপ্রধান শস্য বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) রূপগঞ্জে বিআরডিবি হল রুমে অপ্রধান শস্য বীজ বিতরণ করেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা পল্লী উন্ননয়ন অফিসার মো: অলিউল্লাহ খান, সাবেক ভিপি মো: মনির হোসেন ,মুড়াপাড়া ইউপি সদস্য রেহেনা , লাভলী মানিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম। জানা গেছে ১০০ জন কৃষকের মাঝে সরিষা ও শাক সবজির বীজ বিতরন করা হয়েছে।