আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ট্রাক চাপায় নুপুর আক্তার (১৭) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের হারুন উর রশিদের মেয়ে। সে যাত্রামুড়া এলাকার ভুঁইয়া স্পিনিং মিলস নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই (উপ-পরিদর্শক) ফিরোজ বলেন, বুধবার সকালে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বিশ্ব‌রোড এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়। ঘাতক চালক ও ট্রাকটি আটক করা যায়নি।