আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওরস যাত্রীদের নৌকায় ডাকাতি, সোনারগাঁয়ে গ্রেপ্তার ১

সংবাদচর্চা রিপোর্ট :

নুনেরটেক লাল পুড়ি ওরসে মেঘনা নদীতে নৌকা/ট্রলার যোগে মানুষের আসা যাওয়ার সময় তাদের নিকট হইতে টাকা পয়সা, স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ অন্যান্য মূলমান জিনিসপত্র ডাকাতি করেছে।

এসময় মাঈন উদ্দিন(২২) নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ । শনিবার ( ২৮ নভেম্বর) আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। মামলা নং ৪০ (তাং-২৮/১১/২০ ইং) ।

গ্রেফতারকৃত আসামি সোনারগাঁয়ের নুনেরটেক গুচ্ছগ্রাম (৪ নং ঘর) এলাকার সাহেব মিয়ার ছেলে। পলাতক আসামীরা হলেন উত্তর দামাদরদী (ঈদগাহ ওয়ালের পাশের বাড়ী) এলাকার সিরাজের ছেলে বাবু (২৪) ,নুনেরটেক গুচ্ছগ্রাম (নামার আটি) এলাকার শুক্কুর আলীর ছেলে বাবুল (২২) , বাচ্চুর ছেলে সাদ্দাম(২৩) , আলেক শেখের ছেলে সফিকুল (২০), আলী হোসেনের ছেলে শাহিন(১৮), শহর আলীর ছেলে রিয়াদ(২০) ।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে দেশীয় অস্ত্রসহ ডাকাত মাঈন উদ্দিন(২২)কে গ্রেফতার করা হয়েছে। বাকী ডাকাতরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।